ডেস্ক: নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে ভিজেছিল বাংলা। তার ফলে ফুঁসছে নদী। জলস্তর বাড়ায় জল ছাড়ে ডিভিসি (DVC)। আর তার ফলে প্লাবিত হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। বানভাসি এলাকা পরিদর্শন করতে পথে আমতায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম বাবে তাঁদের পাশে রয়েছেআমতার শেহাগরিতে পৌঁছে ছাতা মাথায় জমা জলে দাঁড়িয়েই কথা বলেন প্লাবন দুর্গতদের সঙ্গে। শোনেন প্লাবিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ। ত্রাণসামগ্রীর কোনও অভাব হবে না বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর।
আকাশপথে তিন জেলার প্লাবিত এলাকা পরিদর্শনের কথা ছিল তাঁর। তবে বাদ সাধল আবহাওয়া। বুধবার সকাল থেকে কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে চলছে প্রবল বৃষ্টি। তার ফলে খানাকুলে হেলিকপ্টার অবতরণে তৈরি হয় জটিলতা। কার্যত বাধ্য হয়েই আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত বাতিল হয়। সড়কপথে আমতার উদ্দেশে পাড়ি দেন তিনি।
এদিন দুর্গতদের সঙ্গে দেখা করে মমতা জানান যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার বিষয়ে অভিযোগ জানান। এই বন্যাকে ‘ম্যান মেড’ বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন, ‘ডিভিসি রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে। তার উপর প্রবল বর্ষণের জন্যই রাজ্যে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
আরও পড়ুন: মমতাকে ফোন মোদীর, বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকেই দুষলেন প্রশাসনিক প্রধান
বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম বাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি। গোটা এলাকা জলমগ্ন থাকায়, রাস্তায় দাঁড়িয়েই প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকরা কীভাবে উদ্ধার কার্য চালাচ্ছেন, কতজনকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে, সমস্ত তথ্য জেনে নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও দেখছেন বাজ পড়ছে। পরিস্থিতি খারাপ। সাবধানে থাকুন।’
প্রশাসনের আধিকারীকদের মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, ‘সাধারণ মানুষের পাশে থাকুন।’ দুর্গত এলাকা পরিদর্শন সেড়ে পরিস্থিতি খারাপ হওয়ায় কলকাতায় ফেরার সদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি খানাকুলে যাব ভেবেছিলাম। তবে অবস্থা খারাপ।’
জলে ডুবে রয়েছে রাস্তাঘাট। পরিস্থিতি খারাপ হওয়ায় আমতা থেকেই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুর যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে। তিনি কলকাতায় ফিরলেন। পরিস্থিতি ঠিক থাকলে শুক্রবার বন্যাবিধ্বস্ত খানাকুল পরিদর্শনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।