কলকাতা সফরে অমিত শাহ। ছবি: রাজীব বসু
কলকাতা: আরজি কর হাসপাতালের নির্যাতিতার মা-বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে তাঁকে চিঠি পাঠিয়েছিলেন। শাহ কলকাতায় আসবেন এবং সেই সফরে তাঁদের সঙ্গে দেখা হতে পারে বলে কিছু মহলে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত শাহের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি।
নির্যাতিতার পরিবার বা রাজ্য বিজেপি সংগঠন থেকেও এরকম বৈঠকের সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবুও কিছু বিজেপি নেতা এ নিয়ে আশা প্রকাশ করায় জল্পনার সূত্রপাত হয়েছিল।
বিজেপির কাউন্সিলর সজল ঘোষ কিছুটা নিশ্চিত ছিলেন যে, শাহের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। এমনকি সাক্ষাতের সময় নির্দিষ্ট করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা না হওয়ায় সজল ঘোষ বলেন, শাহ জানিয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। তাই দিল্লিতে পরে সাক্ষাৎ হতে পারে বলে শাহ জানিয়েছেন।
এ দিকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এমন সম্ভাবনার কথা তো আমারও জানা ছিল না।’’
শাহের সঙ্গে সাক্ষাতের এই সম্ভাবনার কথা উঠে আসে নির্যাতিতার বাবা-মা’র তরফে শাহকে পাঠানো একটি চিঠির মাধ্যমে। তাঁরা শাহের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন, যেখানে শাহের সঙ্গে তাঁদের মেয়ের ঘটনার বিষয়ে আলোচনা করতে চাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। তবে, শেষ পর্যন্ত সেই চিঠির পরও এই সফরে শাহের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি।