নবান্ন সভাঘরে একমঞ্চে অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়

অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

কলকাতা: শনিবার নবান্ন সভাঘরে এ বার একমঞ্চে মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল-এর বৈঠক।

এই বৈঠকে শাহ ও মমতার পাশাপাশি রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার নবীন পট্টনায়কের মন্ত্রীসভার প্রতিনিধি। শাহের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও এসেছেন বৈঠকে যোগ দিতে। এ ছাড়া রয়েছেন সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবরা। চার রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, এক দেশ, এক পুলিশ, এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এর আগে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল শাহের। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে গিয়েছিল। সূত্রের খবর, এই বৈঠক শেষে কলকাতা বিমানবন্দর হয়ে শিলং চলে যাওয়ার কথা শাহের। তবে, সূচিতে কিছু পরিবর্তন হতেও পারে।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?