নয়াদিল্লি: রাজ্যসভায় ইউনিফর্ম সিভিল কোড (UCC) বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপি সরকার প্রতিটি রাজ্যে এই নীতি কার্যকর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মতে, এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে এবং বৈষম্য দূর করবে।
তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, মুসলিম ব্যক্তিগত আইন নিয়ে আপস রাজনীতি দেশের ক্ষতি করছে। শাহ বলেন, “বিজেপির যদি একজন সংসদ সদস্যও থাকে, তবুও ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রতিষ্ঠিত হতে দেব না।”
অমিত শাহ ভারতের গণতান্ত্রিক ও অর্থনৈতিক সাফল্যের উদাহরণ টেনে বলেন, গত ৭৫ বছরে ভারত গণতন্ত্রকে শক্তিশালী করেছে এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটেনকেও ছাড়িয়ে যাওয়া ভারতের জন্য একটি ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেন তিনি।
সর্দার প্যাটেলের অবদান উল্লেখ করে শাহ বলেন, ভারতের একতায় তার ভূমিকা অমূল্য। এই বক্তব্যের পর, বিরোধী দলগুলো ইইউসিসি নিয়ে তাদের আপত্তি জানালেও বিজেপি এই পদক্ষেপকে দেশের স্বার্থে ঐতিহাসিক হিসেবে তুলে ধরেছে।