কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, যিনি গত রবিবার থেকে অনশন করছেন, বৃহস্পতিবার গভীর রাতে শারীরিক অবনতির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ধর্মতলার অনশনস্থল থেকে অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে এবং একাধিক রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। আরজি করের জুনিয়র ডাক্তার আশফাক উল্লাহ নায়ার জানান, অনিকেতকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ফলে প্রাণঘাতী পরিস্থিতি এড়ানো গেছে, তবে তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
অনিকেত নিজেই বৃহস্পতিবার রাতে জানান, তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন, তবে তাঁর সহকর্মীদের মতে, অনিকেতের মনের জোর এখনো অটুট রয়েছে এবং তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।