প্রথম পাতা খবর দার্জিলিং পুরসভায় ক্ষমতার হাতবদল, সুপ্রিম কোর্টে হামরো পার্টি

দার্জিলিং পুরসভায় ক্ষমতার হাতবদল, সুপ্রিম কোর্টে হামরো পার্টি

248 views
A+A-
Reset

দার্জিলিং: আস্থা ভোট জিতে দার্জিলিং পুরসভা দখল করল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির হাতছাড়া হল পুরসভা।

হামরো পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি আদালত। পূর্বনির্ধারিত সূচি মেনেই বুধবার আস্থা ভোট হল দার্জিলিং পুরসভায়। এ দিনের আস্থাভোটে যোগ দিলেন হামরো পার্টির ১২ জন কাউন্সিলর। স্বাভাবিক ভাবেই আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হয়ে যায় বিনয় তামাংদের।

বিদায়ী চেয়ারম্যান সংবাদমাধ্যমে জানান, এই আস্থাভোটে তাঁরা অংশ নেবেন না। অনীত থাপারা কাউন্সিলর কেনাবেচা করেছে। এই পুরো প্রক্রিয়াকে বেআইনি অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অজয় এডওয়ার্ড। সেই মামলার শুনানি হয়ে রায় দেওয়ার সময় পর্যন্ত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে থাকবে দার্জিলিং পুরসভা।

প্রসঙ্গত, ২০২২-এর পুরভোটে দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয় হামরো পার্টি। ৯টি আসনে জেতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চা পায় ৩টি আসন। ২টি আসনে জয়ী হয় তৃণমূল। ৯ মাসের মধ্যেই হামরোর ৬ জন কাউন্সিলর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। এরপর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে নোটিস দেন প্রজাতান্ত্রিক মোর্চার ৬ জন কাউন্সিলর। তার প্রেক্ষিতেই এ দিন দার্জিলিং পুরসভায় আস্থা ভোট। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.