প্রথম পাতা খবর ফের প্রশাসনিক রদবদল, একাধিক আইপিএস অফিসার পেলেন নতুন দায়িত্ব

ফের প্রশাসনিক রদবদল, একাধিক আইপিএস অফিসার পেলেন নতুন দায়িত্ব

253 views
A+A-
Reset

ফের একবার বড়সড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাধিক আইপিএস অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। অনেককেই দেওয়া হয়েছে যৌথ দায়িত্ব।

মূল পরিবর্তনগুলির মধ্যে রয়েছে:

  • রাজীব কুমার থাকছেন রাজ্য পুলিশের ডিজি পদে। তবে তাঁর পরিবর্তে অনুপকুমার আগরওয়াল পেলেন অতিরিক্ত মুখ্যসচিব (তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস)-এর দায়িত্ব। তিনি আগেই টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ও জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার পদে আছেন। এবার সেই সঙ্গে তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বও।
  • বিনীত গোয়েল, বর্তমানে এডিজি ও আইজিপি (এসটিএফ), পেলেন অতিরিক্ত দায়িত্ব—এডিজি ও আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন)।
  • দময়ন্তী সেন, এডিজি ও আইজিপি (পলিসি) পদ থেকে সরিয়ে এবার এডিজি ও আইজিপি (এপি)-র দায়িত্বে।
  • রাজেশ কুমার, আগে ছিলেন কারা দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, এখন তিনি হবেন মাস এডুকেশন এক্সটেনশন ও লাইব্রেরি সার্ভিসের সচিব।
  • হৃদেশ মোহন, যিনি আগে মাস এডুকেশন দপ্তরে ছিলেন, এখন তিনি সামলাবেন কারা দপ্তরের দায়িত্ব।

অন্যান্য বদলির তালিকায় আছেন:

  • সঞ্জয় সিং: ডিজি সিজি (হোমগার্ডস) থেকে এখন ডিজি আইজি (সাইবার সেল)।
  • অজেয় মুকুন্দ রানাডে: এডিজি আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) থেকে এখন এডিজি সিজি (হোমগার্ডস)।
  • হরিকিশোর কুসুমাকার: সাইবার সেলের এডিজি থেকে হলেন এডিজি আইজি (কোস্টাল সিকিউরিটি)।
  • আনন্দ কুমার: এডিজি (লিগ্যাল) পদে থাকার পাশাপাশি পেলেন পলিসি-র দায়িত্বও।
  • শঙ্খশুভ্র চক্রবর্তী: আইজিপি-২ (সিআইডি) পদে থেকে পেলেন অতিরিক্ত দায়িত্ব—সাইবার সেল।

নবান্ন সূত্রে খবর, দ্রুত এবং কার্যকর প্রশাসনিক পরিষেবার লক্ষ্যেই এই রদবদল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.