প্রথম পাতা খবর দলের সমস্ত পদ ছাড়ার ঘোষণা আরেক বিজেপি বিধায়কের, নয়া জল্পনা

দলের সমস্ত পদ ছাড়ার ঘোষণা আরেক বিজেপি বিধায়কের, নয়া জল্পনা

207 views
A+A-
Reset

বিজেপির সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁর। মঙ্গলবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, দলের কোনও পদে আর থাকতে চান না, তবে সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে থাকবেন। তাঁর এই ঘোষণার পরেই জল্পনা ছড়িয়েছে রাজ্য বিজেপির অন্দরমহলে।

মনোজ ওরাওঁ তাঁর পোস্টে রাজ্য বিজেপির দুই শীর্ষনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের প্রশংসা করেছেন। তবে পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, দলের কিছু নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে সংগঠনকে ব্যবহার করছেন। তাঁর স্পষ্ট মন্তব্য, “কয়েকজন নেতা সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করছেন এবং চাটুকারিতাকে গুরুত্ব দিচ্ছেন। আলিপুরদুয়ারে দলের ফল খারাপ হলে সেই নেতারাই দায়ী থাকবেন।”

বিজেপির একাংশ মনে করছে, মনোজের এই ক্ষোভের মূল কারণ আলিপুরদুয়ার জেলার নতুন সভাপতির নির্বাচন। দলের পক্ষ থেকে মনোজের পছন্দের বিপরীতে এক ব্যক্তিকে জেলা সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই তিনি সাংগঠনিক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে রাজ্য বিজেপি এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা করছেন বলে জানা গিয়েছে। মনোজ ওরাওঁর এই বিদ্রোহের প্রভাব বিজেপির সংগঠনের উপর কতটা পড়বে, তা এখন সময়ই বলবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.