293
কুলতলি: নকল সোনা বন্ধক রেখে প্রতারণার অভিযোগ উঠল সরকারি দফতরের এক কর্মীর বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় বিজেপি কর্মী হিসেবেও পরিচিত তিনি।
কুলতলি থানার দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের কাটামারি বাজারে নিতাই মণ্ডল ও গৌর মণ্ডলের সোনার দোকানে নকল সোনার গয়না দিয়ে আড়াই লক্ষ টাকার প্রতারণার অভিযোগ ওঠে কুলতলি থানার গোপালগঞ্জ অঞ্চলের সানকি জাহান কলোনি এলাকার বাসিন্দা কার্তিক দাসের বিরুদ্ধে।
জানা গিয়েছে, কার্তিক দাস বাসন্তীর ঝড়খালিতে সেচ দফতরে বর্তমানে কর্মরত। পাশাপাশি এলাকায় বিজেপি কর্মী হিসেবেও পরিচিত কার্তিক।
রবিবার তাকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ।তাকে সোমবার কুলতলি থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূএে জানা গেল।তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।