প্রথম পাতা খবর পহেলগাঁও জঙ্গি হামলার পর বিস্ফোরণে উড়ল আরেক জঙ্গির বাড়ি

পহেলগাঁও জঙ্গি হামলার পর বিস্ফোরণে উড়ল আরেক জঙ্গির বাড়ি

338 views
A+A-
Reset

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর থেকেই জম্মু-কাশ্মীরে জঙ্গি পরিকাঠামো ভেঙে ফেলার লক্ষ্যে অভিযান চলছে। এ বার আরেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হল।

পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমদ তাদওয়ার কুপওয়াড়া জেলার কলারুস এলাকার বাড়িটি প্রশাসনের হাতে ধ্বংস হয়েছে। এটি সাম্প্রতিক ঘটনায় ধ্বংস হওয়া একাধিক জঙ্গির বাড়ির মধ্যে সর্বশেষ উদাহরণ।

গত ৪৮ ঘণ্টায় ছয়জন জঙ্গি বা তাদের সহযোগীর বাড়ি ভেঙে ফেলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব ব্যক্তি সন্ত্রাসবাদে যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার শ্রীনগরে ৬০টিরও বেশি স্থানে তল্লাশি অভিযান চালানো হয় “জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করার” লক্ষ্যে, বলে জম্মু-কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অস্ত্র, নথিপত্র, ডিজিটাল ডিভাইস ইত্যাদি জব্দ করার উদ্দেশ্যে এই তল্লাশি চালানো হয়েছে, যাতে ষড়যন্ত্রমূলক বা সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রমাণ সংগ্রহ ও গোয়েন্দা তথ্য জোগাড় করা যায় এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো চক্রান্ত প্রতিরোধ করা যায়।

পুলিশ মুখপাত্রের কথায়, “জম্মু-কাশ্মীর পুলিশ এই দৃঢ় পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসের নেটওয়ার্ক ধ্বংস করতে চায় এবং যারা দেশবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নিচ্ছে”।

তিনি আরও বলেন, শহরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

এক পুলিশ আধিকারিক বলেন, “কোনো ব্যক্তি যদি হিংসা, বিশৃঙ্খলা বা অবৈধ কার্যকলাপ ছড়াতে সাহায্য করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে”।

এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকার সর্বত্র জঙ্গি সহযোগী ও তাদের সমর্থকদের খোঁজ চলছে, যাতে ভবিষ্যতে পহেলগাঁও হামলার মতো ঘটনা রোখা যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.