ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল। আপাতত অ্যাপোলো হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। হুইল চেয়ার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার গভীর রাত থেকে বুকে ব্যথা অনুভব করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। রাতে চিকিৎসকের সঙ্গে কথা হয় তাঁর। চিকিৎসকের পরামর্শমতোই বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে যান অনুব্রত।
সকাল সাড়ে ৯টা নাগাদ হাসপাতালে পৌঁছন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা তাঁকে দেখছেন। গতকাল রাতেই বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। ডাক্তাররা তাঁকে আজ সকালে হাসপাতালে আসতে বলেন। তাঁদের পরামর্শ মতোই হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রতকে। চিকিৎসকেরা আপাতত তাঁকে দেখছেন। করা হবে একাধিক পরীক্ষা-নিরীক্ষা। কোথাও কোনও ব্লকেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।