আজ সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী মারফত জানা গিয়েছে, মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেবেন না অনুব্রত। এমনকী গরু পাচার মামলাতেও আপাতত সিবিআই আধিকারিকদের সামনে হাজিরা দেবেন না তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত বোলপুরেই থাকবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। যদিও সেই আবেদন এখনও সিবিআই কর্তাদের হাতে গিয়ে পৌঁছায়নি।
অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ জানান, মঙ্গলবার বেলা ১টা নাগাদ তিনি কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আসবেন। তিনি জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে যে অনুব্রত সবরকম সহযোগিতা করবেন, তা তিনি আগেই নিশ্চিত করেছিলেন। তবে আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামেই থাকবেন তৃণমূল নেতা। শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট না থাকার কারণে তিনি দলীয় কোনও মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন না। এমনকী পার্টি অফিসেও যাচ্ছেন না। তাই আপাতত কলকাতা যাওয়া থেকেও বিরতই রাখছেন নিজেকে।