নয়াদিল্লি: মঙ্গলবার রাতে অনুব্রত মণ্ডল দিল্লি পৌঁছতেই চরম নাটক। রাত দেড়টা পর্যন্ত দিল্লিতে বিচারকের বাড়িতে চলল শুনানি। সেই শুনানির শেষে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির একটি আদালতের বিচারক।
মধ্যরাতে অনুব্রতকে হাজির করা হয় সিবিআই আদালতের বিচারক রাকেশ কুমারের বাড়িতে। সেখানে প্রায় ঘণ্টাখানেক দু’পক্ষের আইনজীবীর তীব্র বাগযুদ্ধের পর অনুব্রতর ১০ মার্চ পর্যন্ত ঠাঁই হয় দিল্লির ইডি অফিসে। যদিও অনুব্রতকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে চেয়েছিল ইডি।
রাত দেড়টার পর বিচারক তাঁর রায় দেন। বিচারক জানান, আগামী ১০ মার্চ পর্যন্ত অনুব্রত ইডির হেফাজতে থাকবেন। এই সময়ে তাঁকে রুটিন করে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যেতে হবে। পাশাপাশি, অনুব্রত তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য প্রতি দিন আধ ঘণ্টা সময় পাবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে অনুব্রতকে আসানসোল জেল থেকে কলকাতায় এনে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট নাগাদ কলকাতা থেকে অনুব্রতকে নিয়ে দিল্লি উড়ে যায় বিমান। দিল্লিতে নিয়ে যাওয়ার পরেও অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা ফের করানো হয়।