প্রথম পাতা খবর অবশেষে হাজিরা দিলেন অনুব্রত, কড়া নিরাপত্তায় পৌঁছলেন বোলপুর এসডিপিও অফিসে

অবশেষে হাজিরা দিলেন অনুব্রত, কড়া নিরাপত্তায় পৌঁছলেন বোলপুর এসডিপিও অফিসে

276 views
A+A-
Reset

অডিয়ো-কাণ্ডে অবশেষে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ একটি কালো গাড়িতে তিনি পৌঁছন দপ্তরে। সূত্রের খবর, সাধারণত যে গাড়িতে তিনি চলাফেরা করেন, এ দিন সেটি নয়—অন্য একটি গাড়িতে শান্তিনিকেতন থানার পাশের পথ দিয়ে অফিসে প্রবেশ করেন অনুব্রত।

বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ এর আগেই দু’বার তাঁকে তলব করেছিল। সেই মামলায় জামিন অযোগ্য ধারাও যুক্ত হয়েছে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে আগে দু’বার হাজিরা এড়ান কেষ্ট। এমনকী, আইনজীবীর মাধ্যমে জানান, তিনি কোভিড পরীক্ষাও করাতে পারছেন না এমন শারীরিক অবস্থায় রয়েছেন।

এই অবস্থায় বিরোধীরা সরব হয়ে অনুব্রতের গ্রেপ্তারির দাবি তোলে। ক্রমেই চাপ বাড়তে থাকে। শেষমেশ বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে হাজিরা দিলেন তৃণমূলের দাপুটে এই নেতা। এসডিপিও অফিস ঘিরে ছিল রাজ্য পুলিশের RAF সহ অন্যান্য বাহিনীর ঘন নিরাপত্তা। মূল ফটকের বদলে অন্যপথে ঢুকে অফিসে প্রবেশ করেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.