প্রথম পাতা খবর ৭ এপ্রিল চাকরিহারাদের বৈঠক, নেতাজি ইন্ডোরে দেখা করবেন মমতা

৭ এপ্রিল চাকরিহারাদের বৈঠক, নেতাজি ইন্ডোরে দেখা করবেন মমতা

186 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টের রায়ের পর এসএসসি চাকরিহারা প্রার্থীদের দিশেহারা অবস্থা। পাশে দাঁড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত থাকবেন তিনি। চাকরিহারাদের তরফে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষামন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের রায়ের প্রতি তাঁর সরকার সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং তিন মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হবে। তবে তিনি দাবি করেন, শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার পিছনে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে।

মমতা বলেন, “বিজেপির লক্ষ্যই হল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। আমরা আইনি পথে লড়াই করব। ২৬ হাজার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়, তবে বিজেপি ও সিপিএমও সচল থাকবে না।”

চাকরিহারাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ও আমার সরকার আপনাদের পাশে আছি। ধৈর্য ধরুন, আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে ২৫,৭৫২ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। এই সংক্রান্ত মামলায় এর আগে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায় অনেকাংশেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.