প্রথম পাতা খবর জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় গুলি, আহত এক সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় গুলি, আহত এক সেনা জওয়ান

172 views
A+A-
Reset

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর গুলির ঘটনায় এক সেনা জওয়ান আহত হয়েছেন। বুধবার সকালে নওশেরা সেক্টরের কালসিয়ান এলাকায় এক অগ্রবর্তী চৌকিতে মোতায়েন থাকাকালীন সীমান্তের ওপার থেকে সন্দেহজনক স্নাইপার হামলায় তিনি আহত হন বলে সূত্রের খবর।

আহত জওয়ানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য উদমপুরের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গুলির এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সকাল ৬টা নাগাদ ওই এলাকায় শূন্যরেখার কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর তিন রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণে এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.