কোচবিহার: আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির মামলায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। এ বার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধেও জারি হল গ্রেফতারি পরোয়ানা।
জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল জন বার্লার বিরুদ্ধে। সেই মামলায় বাকিদের জামিন দেওয়া হলেও, জামিন পাননি জন বার্লা। সম্প্রতি তাঁকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় আদালত। তার পরও তিনি বা তাঁর আইনজীবী হাজির হননি। এ বার জারি হল গ্রেফতারি পরোয়ানা।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ আদালত। ২০১৯-এর ভোটে অনুমতি না নিয়ে বাইক মিছিলের অভিযোগে মামলা। আদালতের নির্দেশে বক্সীরহাট থানায় মামলা করে পুলিশ। এই মামলায় ১৫ নভেম্বর সমন পাঠানো হলেও হাজিরা না দেওয়ায় জারি হল গ্রেফতারি পরোয়ানা।
এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পথে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: অভিষেকের সভার দিন বিয়েবাড়িতে গুলি, অস্ত্র-সহ গ্রেফতার মূল অভিযুক্ত