নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁকে জামিন মঞ্জুর করেছে। এর আগে ইডির করা মামলায় তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন।
আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারি চ্যালেঞ্জ করে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে আর্জি জানান। এর আগে তিনি জামিনের জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু পরে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ গত ৫ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রেখেছিল। অবশেষে শুক্রবার সেই রায় ঘোষণা করা হয় এবং কেজরিওয়ালের জামিন মঞ্জুর হয়।
সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটর জেনারেল প্রশ্ন তোলেন, কেজরিওয়াল কেন নিম্ন আদালতে না গিয়ে প্রথমেই দিল্লি হাই কোর্টে গিয়েছিলেন। সিবিআই সেই যুক্তিতে জামিনের বিরোধিতা করলেও সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিন আটকায়নি।
এই মামলাটি নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হলেও, কেজরিওয়ালের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং এই গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখানো হয়েছে।