প্রথম পাতা খবর ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

265 views
A+A-
Reset

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে ইডি-র মামলায় দিল্লির মুখ্য়মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত।

ইডির গ্রেফতারিকে বেআইনি দাবি করে এই আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। তবে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। তারপরেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। শুক্রবার তাঁকে অন্তবর্তী জামিন দেওয়া হলেও সিবিআইয়ের মামলার কারণে এখনও তাঁকে জেলেই থাকতে হবে।

কেজরিওয়াল এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথক ভাবে জামিন নিতে হবে তাঁকে। আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। তার আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.