প্রথম পাতা খবর টিএমসিতে মুকুল রায় ফিরতেই ত্রিপুরায় বিজেপি শিবিরে সিঁদূরে মেঘ দেখা দিয়েছে

টিএমসিতে মুকুল রায় ফিরতেই ত্রিপুরায় বিজেপি শিবিরে সিঁদূরে মেঘ দেখা দিয়েছে

294 views
A+A-
Reset

ডেস্ক: শুক্রবার পুরনো দলে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তার পর থেকেই ‘বেসুরো’ গাইতে শুরু করেছেন বিজেপির একাধিক নেতা। তাঁর ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণ রাজ্য জুড়ে বিশেষ সফর করছেন। যদিও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। তার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছি। সবটাই ব্যক্তিগত।

গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুদীপ রায় বর্মণ ও তাঁর অনুগামীরা। কলকাতায় যান মুকুল রায়ের ‘ভাবশিষ্য’। এর পরেই আগরতলার রাজনীতিতে কংগ্রেশ শূন্য হয়ে যায়। বিধানসভায় তৃণমূল কংগ্রেস হয়েছিল প্রধান বিরোধী।


গত সাড়ে তিন বছরে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্বাস্থ্য ও চিকিৎসা নীতি নিয়ে বারবার সরব হয়েছেন সুদীপ রায় বর্মণ। পরিস্থিতি এমন হয় যে, সুদীপবাবুকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন বিপ্লববাবু। এর পরেই রাজ্য বিজেপিতে আড়াআড়ি বিভাজন বেড়েছে।


যখন মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরমুহূর্তে আগরতলায় তৃণমূল শূন্য হয়ে যায়। কারণ, সুদীপবাবু ও তাঁর অনুগামী টিএমসি বিধায়করা সরাসরি বিজেপিতে যোগ দেন। সূত্রের খবর, রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতার উপর চাপ বাড়িয়ে রাখতে চান মুকুল রায় ভাবশিষ্য সুদীপ রায় বর্মণ।

আরও পড়ুন: দক্ষিণ দিল্লির শোরুমে বিধ্বংসী আগুন, ৪ ঘণ্টার প্রচেষ্টায় নিভল শোরুমের আগুন

তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় ফের বড়সড় ভাবে আত্মপ্রকাশ করার পদক্ষেপ নিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পছন্দের তালিকায় প্রাক্তন তৃণমূল সুদীপ রায় বর্মণ। বঙ্গ রাজনীতির বাইরে ত্রিপুরায় ক্ষমতা দখলের অধরা চেষ্টা ফের শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসিতে মুকুল রায় ফিরতেই ত্রিপুরায় বিজেপি শিবিরে সিঁদূরে মেঘ দেখা দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.