প্রথম পাতা খবর উৎসবের মরশুম মিটতেই বাড়ছে দৈনিক সংক্রমণ

উৎসবের মরশুম মিটতেই বাড়ছে দৈনিক সংক্রমণ

319 views
A+A-
Reset

ডেস্ক: উৎসবের মরশুম মিটতেই হুড়মুড়িয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। লাফিয়ে বাড়ছে পজিটিভিটি রেটও। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩৩%। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৭২৬। একদিনে রাজ্যে করোনার বলি ৯ জন। সুস্থ হয়েছেন ৭৯৫ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩৩ শতাংশ।


রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮২ হাজার ৮১৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৪৯১ জন। এদিন ৬৩ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৯৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫৬ হাজার ৩১৫ জন।

আরও পড়ুন: কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডে ডায়মন্ড হারবার থেকে ধৃত ২


রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৪৪ জন কলকাতার।  অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১২৯ জন। 
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৯৬ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৭১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ২.৪৩  শতাংশ। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.