অসম, উত্তরবঙ্গ কাঁপল ভূমিকম্পে , আতঙ্কে বাসিন্দারা

ডেস্ক: উত্তরবঙ্গে ভূমিকম্প। একাধিক জেলায় কয়েক সেকেন্ড ধরে অনুভূত হল কম্পন। অসমের গোয়ারপাড়ায় কম্পনের কারণেই উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মনে করা হচ্ছে। সকাল ৮টা ৪৭ মিনিটে মৃদু কম্পন।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের তুয়া থেকে ৭১ কিলোমিটার দূরে। মাটি ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে অসম মেঘালয়েও।


কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় কম্পন অনুভূত হয়। বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। সাত সকালে অনেগেই কম্পনের মধ্যে জেগে ওঠেন অনেকে। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন সকলে। হুড়োহুড়িতে একটি শিশু পড়ে গিয়ে আহত হয়েছে জলপাইগুড়িতে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: না ফেরার দেশে পাড়ি দিলেন ট্র্যাজেডি কিং দিলীপ কুমার, শোকপ্রকাশ মোদী, মমতার


কম্পন অনুভূত হয়েছে অসম মেঘালয়েও। অসমের গোয়ালপাড়ায় ৫.২ রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছে। সেখানেও আতঙ্ক ছড়ায়। সাত সকালে কম্পনে অনেকেই ভয় পেয়ে গিয়েছেন। অসমের গুয়াহাটিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের এখনওকোনও খবর পাওয়া যায়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক