রেমালের তাণ্ডবে একাধিক মৃত্যু। ঝড়বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয় উত্তরপূর্বের রাজ্যে। পাথরখনিতে ধস নেমে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে মিডিয়া রিপোর্টে প্রকাশ।
ইতিমধ্যেই শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন রেমাল। তবে উত্তর পূর্বের একাধিক রাজ্যে ধস নামতে শুরু করেছে মঙ্গলবার সকাল থেকে। মণিপুর, মিজোরাম, অসম, মেঘালয় সর্বত্র একই ছবি। তবে সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মিজোরামে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টা নাগাদ আইজল জেলার দক্ষিণ প্রান্ত থেকে কিছুটা দূরে মেলথাম এবং লিমেনের মাঝে ওই পাথরখনিতে ধস নামে। ধসে চাপা পড়েন বহু মানুষ।খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির ব্যাপক খতি হয়েছে বলে খবর। দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
আইজলের একটি জায়গায় ধস নেমে ১১ জনের মৃত্যু হয়েছে। অন্য একটি জায়গা থেকে ২টি দেহ ও অপর এক জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া অসমে প্রবল বৃষ্টিতে ১৭ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। একটি গাছ পড়ে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ শিশু।