দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (AAP) বড় পরাজয়ের পরদিনই উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।
এ বারের ভোট আপ চরম বিপর্যয়ের মুখোমুখি হলেও নিজে কলকাজি আসন ধরে রাখতে পেরেছেন আতিশী। রবিবার তিনি রাজ নিবাসে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তফা জমা দেন।
২৬ বছরের বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। তারা ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয়ী হয়েছে। আপ পেয়েছে ২২টি আসন, আর কংগ্রেস এই নির্বাচনে একটিও আসন জিততে পারেনি।
বিজেপি শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফেরার পর আগামী সপ্তাহে বিজেপি সরকার গঠনের দাবি জানাবে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হন আতিশী। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর নেতৃত্বে দল দিল্লির ক্ষমতা হারায়।