রবিবার সন্ধ্যায় আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল জুয়ান ফের্নান্দোর এটিকে মোহনবাগান ও মার্কো পেজ্জাউলির বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল এটিকে মোহনবাগান। এই ম্যাচ দিয়ে জয়ের স্মরণীতে ফিরল সবুজ মেরুন।
৪৫+২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন লিস্টন কোলাসো। তাঁর ফ্রি-কিক বাঁচানোর কোনো সুযোগই পাননি বেঙ্গালুরু এফসির গোলরক্ষক লারা শর্মা। এই নিয়ে মরশুমের অষ্টম গোল করে ফেললেন লিস্টন কোলাসো। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে এটিকে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটের মাথায় রোহিত কুমারর খারাপ পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান মনবীর সিং। তাঁর জোরালো শট লারার হাতে লাগলেও, তা গোলে ঢোকা থেকে রুখতে পারেননি বেঙ্গালুরুর গোলরক্ষক। ২-০ এগিয়ে যায় সবুজ মেরুন। অন্যদিকে একটি গোলও শোধ করতে পারেনি বেঙ্গালুরু। স্কোরলাইন ২-০।