প্রথম পাতা খবর কামারহাটির তৃণমূলের পার্টি অফিসে হামলা, গুলি তৃণমূল কর্মীকে, প্রতিবাদ মিছিলের ডাক মদন মিত্রের

কামারহাটির তৃণমূলের পার্টি অফিসে হামলা, গুলি তৃণমূল কর্মীকে, প্রতিবাদ মিছিলের ডাক মদন মিত্রের

287 views
A+A-
Reset

ডেস্ক: উত্তপ্ত উত্তর ২৪ পরগনার কামারহাটির২২ নম্বর ওয়ার্ডের বিভার মোড় এলাকা। অভিযোগ, বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। এলাকায় চলে গুলিও। বেলঘরিয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


জানা গিয়েছে, শনিবার রাতে বেলঘরিয়ায় তৃণমূল পার্টি অফিসের সামনে গুলি চলে। অভিযোগ, বন্দুকের বাট দিয়ে ২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আক্রান্ত কর্মীরা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। শাসক দলের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাইক আরোহী ৮-১০ দুষ্কৃতী দেশপ্রিয় নগরে তৃণমূলের পার্টি অফিসে চড়াও হয়ে ২ তৃণমূল কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। পালানোর সময় দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মদন মিত্র।

আরও পড়ুন:  ‘স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করুন’, উচ্চ প্রাথমিক মামলায় নির্দেশ হাইকোর্টের


বিষয়টি নিয়ে শেষ দেখার হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এলাকায় প্রোমোটারি রাজ নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপি ভোটে হারার পর থেকে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৬জন। দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার বিকেলে কোভিড বিধি মেনে মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক। যদিও ওই ঘটনাকে মদন মিত্রের কারসাজি বলেই দাবি করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.