সাধনা দাস বসু : ডিসেম্বরের শেষ সপ্তাহে আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বুধবার সেই পদক্ষেপে খসড়া তৈরি করে পাঠানো হল জেলায় জেলায়।
আগামী সোমবারের মধ্যে গ্রামস্তরে যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বুধবার সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, যে তালিকা তৈরি হয়েছে তা নিয়ে ১৮ নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে। তালিকায় যাদের নাম রয়েছে তারা সত্যিই কাঁচা বাড়িতে থাকে কিনা, তাদের সত্যিই আবাসের টাকা প্রয়োজন আছে কিনা ইত্যাদি। এই ভাবে ২৮ শে নভেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে বলে পঞ্চায়েত দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত উপভোক্তাদের নামের তালিকা ব্লক, মহকুমা শাসক এবং জেলা শাসকের দপ্তরে টাঙিয়ে রাখার কথা বলা হয়েছে। এই সময়ে উপভোক্তারা কোন অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। নবান্ন পরিষ্কার জানিয়ে দিয়েছে এতে ভুল হলে বা পরে এই তালিকা চ্যালেঞ্জ হলে ব্লক স্তরের অফিসারকে তার দায় নিতে হবে।
গ্রাম স্তরে ১১ ডিসেম্বরের মধ্যে তালিকার অনুমোদন দেবে গ্রাম সভা। ১৩ তারিখের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক কমিটি। আর ১৬ ডিসেম্বরের মধ্যে জেলা কমিটিকে অনুমোদন দিতে হবে।
২৩ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রায় ১১ লক্ষ ৩২ হাজার গরিব পরিবার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সেই সময়ে পেয়ে যেতে পারেন।