প্রথম পাতা খবর এবার প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত পাঠ্যসূচিতে আবশ্যিক হচ্ছে আয়ুর্বেদ ও যোগ শিক্ষা!

এবার প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত পাঠ্যসূচিতে আবশ্যিক হচ্ছে আয়ুর্বেদ ও যোগ শিক্ষা!

264 views
A+A-
Reset

কেন্দ্রীয় সরকারে বিজেপি আসবার পর থেকেই অভিযোগ উঠেছিল শিক্ষাকে গৈরিকীকরণ করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। এবার নতুন করে শোনা গেল পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে আয়ুর্বেদ ও যোগ শিক্ষা।



একেবারে প্রাথমিক স্তর থেকেই যুক্ত করা হচ্ছে এই যোগ ও আয়ুর্বেদ শিক্ষা। সিলেবাস এর প্রাথমিক খসড়া তৈরির কাজ প্রায় শেষ। একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর জন্যই এই আয়ুর্বেদিক ও যোগ শিক্ষাকে আবশ্যিক করতে চলেছে কেন্দ্র।



শনিবার সংসদের এক প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের আয়ুস মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তিনি জানান প্রতিটি ক্লাসের জন্যই সিলেবাসের খসড়া প্রস্তুত করা হয়েছে। এখন সেই খসড়া সিলেবাস শুধুমাত্র কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কেন্দ্র অনুমোদন দিয়ে দিলেই এই পাঠ্যক্রম কার্যকর করার প্রক্রিয়া শুরু করা হবে।



এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, নতুন জাতীয় শিক্ষানীতিতেও স্কুল স্তরে আয়ুর্বেদ ও যোগা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী কাজও এগিয়েছে অনেকটাই। এরমধ্যে দেশের যোগা ও আয়ুর্বেদ শিক্ষার সঙ্গে যুক্ত চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠক্রম কেমন হতে পারে, তার একটা খসড়া তৈরি করা হয়েছে। এরপর দেশের জয়পুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এর দায়িত্বে থাকা আধিকারিকদের মাধ্যমেই এই সিলেবাস তৈরির বাকি কাজ সম্পন্ন করা হবে বলেই জানা গিয়েছে। শনিবার সংসদের প্রশ্নোত্তরে এই সিলেবাসের প্রসঙ্গে এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.