প্রথম পাতা খবর বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসে স্ত্রী-মেয়ে!

বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসে স্ত্রী-মেয়ে!

342 views
A+A-
Reset

ডেস্ক: বাগবাজারে ফিরল রবিনসন স্ট্রিটের স্মৃতি। বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসেছিলেন স্ত্রী ও মেয়ে।  ঘটনাটি ঘটেছে বাগবাজার চক্ররেল সংলগ্ন এলাকায়। এখানে ক্ষীরোদ মঞ্জিল নামের বাড়ি থেকে ওই বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম দিগ্বিজয় বোস (৭০)।


স্থানীয় সূত্রে খবর, এই বাড়ি থেকে বৃদ্ধকে রোজ বেরোতে দেখা যেত। তিনি দোকানপাট থেকে বাজারঘাট সবই করতেন। কিন্তু কয়েকদিন তাঁকে দেখা যাচ্ছিল না। হয়তো শরীর খারাপ হয়েছে ভেবে প্রথমে স্থানীয়রা বিশেষ খোঁজ নেননি। কিন্তু তারপরও কেটে যায় বেশ কয়েকটা দিন। বাড়িতে দ্বিগবিজয়ের স্ত্রী এবং মেয়েরও দেখা মিলছিল না। তখনই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন: ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা


মঙ্গলবার সকাল থেকেই পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। গন্ধের উত্স খুঁজতে প্রথমে তাঁদের সমস্যা হয়। পরে বুঝতে পারেন, ক্ষীরোদ মঞ্জিল অর্থাত্ দ্বিগবিজয়ের বাড়ি থেকেই গন্ধ ভেসে আসছে। বিপদ আঁচ করে বাগবাজার থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ গিয়ে দেখেন, বাড়ির ভিতর খাটের ওপর পড়ে রয়েছে দিগ্বিজয়ের কঙ্কালসার দেহ। গোটা শরীরে পচন ধরেছে। পাশেই বসে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে। পুলিশ দেহ উদ্ধারে গেলে স্ত্রী দাবি করেন, ‘স্বামী জীবিত।’ অনেক টালবাহানার পর পুলিশ দ্বিগবিজয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.