প্রথম পাতা খবর আজ থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন

আজ থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন

265 views
A+A-
Reset

আজ, শুক্রবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। বর্ধমান থেকে হাওড়ায় আসা যাত্রীদের আগামী ৩ দিন দুর্ভোগ পোহাতে হবে। ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল থেকে মগরার মধ্যে ট্রেন চলাচল। প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করেন ব্যান্ডেল স্টেশন দিয়ে। ফলে প্রবল সমস্যায় পড়বেন সেই সব যাত্রীরা।

ব্যান্ডেল জংশন স্টেশনে ‘নন ইন্টারলকিং’-এর কাজের জন্য আজ, শুক্রবার বেলা ৩টে থেকে সোমবার বেলা ৩টে পর্যন্ত ৭২ ঘণ্টা ব্যান্ডেল স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকবে। টানা প্রায় ৭২ ঘণ্টা ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকায় ট্রেন চলাচলে যে ভীষণ সমস্যা হবে, তা জানিয়ে আগেই দুঃখ প্রকাশ করেছে রেল। এই অবস্থায় হাওড়া ও বর্ধমান থেকে ভায়া মেন লাইন বা কাটোয়া থেকে যারা যাতায়াত করবেন তাদের জন্যে সংক্ষিপ্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

হাওড়া থেকে চুঁচুড়া ও বর্ধমান থেকে খন্নান পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে আজ ২৭ তারিখ – ৮ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ৭ জোড়া (বর্ধমান থেকে খন্নান) এর মধ্যে। আগামিকাল, শনিবার ও পরশু রবিবার , ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ১৪ জোড়া (বর্ধমান থেকে খন্যান) ৩০ তারিখ ১০ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ৭ জোড়া ট্রেন (বর্ধমান থেকে খন্নান)। এ ছাড়া কাটোয়া থেকে ত্রিবেণি – ২৮ ও ২৯ তারিখ পাঁচ জোড়া করে স্পেশাল চলবে।

শুক্রবার (২৭ মে) কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) হাওড়া থেকে শেষ ব্যান্ডেল লোকাল ছাড়বে দুপুর ১ টা ৩৩ মিনিটে।

২) শেষ হাওড়া-বর্ধমান লোকাল: বেলা ১২ টা ৩০ মিনিট।

৩) শেষ হাওড়া-কাটোয়া লোকাল: বেলা ১২ টা ১০ মিনিট।

৪) শেষ বর্ধমান-হাওড়া লোকাল: বেলা ১২ টা ২৫ মিনিট।

৫) শেষ কাটোয়া-হাওড়া লোকাল: সকাল ১০ টা ২০ মিনিট।

৬) শেষ ব্যান্ডেল-হাওড়া লোকাল: দুপুর ২ টো ১২ মিনিট।

৭) শেষ কাটোয়া-ব্যান্ডেল লোকাল: সকাল ১১ টা ১০ মিনিট।

৮) শেষ নৈহাটি-ব্যান্ডেল লোকাল: দুপুর ১ টা ৩০ মিনিট।

৯) শেষ ব্যান্ডেল-কাটোয়া লোকাল: দুপুর ২ টো ৩৫ মিনিট।

১০) শেষ ব্যান্ডেল-নৈহাটি লোকাল: বেলা ১২ টা ৫২ মিনিট।

তাছাড়াও দু’জোড়া হাওড়া-মেমারি-হাওড়া লোকাল, এক জোড়া শিয়ালদহ-বর্ধমান-শিয়ালদহ লোকাল এবং এক জোড়া শিয়ালদহ-কাটোয়া-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। সেইসঙ্গে শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমুও বাতিল রাখা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.