প্রথম পাতা খবর দেশ জুড়ে হিংসা, বিরোধীদের ভোট বয়কট! সংসদ নির্বাচনের দিন কার্যত দুর্গে পরিণত বাংলাদেশ

দেশ জুড়ে হিংসা, বিরোধীদের ভোট বয়কট! সংসদ নির্বাচনের দিন কার্যত দুর্গে পরিণত বাংলাদেশ

544 views
A+A-
Reset

ঢাকা: আজ, রবিবার (৭ জানুয়ারি, ২০২৪) বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোট ময়দানে অনুপস্থিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার প্রত্যাশী।

দেশের সাধারণ নির্বচনকে ঘিরে যেভাবে হিংসা ছড়াচ্ছে তাতে আগামীকাল দেশের আইনশৃঙ্খলা বজায় রাখাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আবহে গত কয়েক দিনে একের পর এক ট্রেন, বাস এবং ভোটকেন্দ্র-সহ বিভিন্ন স্থানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে বিরোধীদের বিরুদ্ধে। ভোটের দিন কোনও কারণ ছাড়া সাধারণ মানুষকে যেখানে সেখানে না যাওয়ার আহ্বান জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশের ৩০০ আসনে ভোট গ্রহণ হচ্ছে। ভোট দেবেন ১১ কোটি ৯৬ লাখেরও বেশি ভোটদাতা। নির্বাচন কমিশনার জানিয়েছে, সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২,০২৪টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩ হাজারের বেশি। সেনার পাশাপাশি নৌ বাহিনীকেও নামানো হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩৮ হাজার সেনার পাশাপাশি ৩ হাজারের মতো নৌ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির ৪৪ হাজার জওয়ান, উপকূল রক্ষী বাহিনীর ২৩০০ জওয়ান, ব়্যাবের অন্তত ৫৫০-র বেশি টিম মোতায়েন থাকবে।

এ বারের নির্বাচনে বিএনপি-জামায়াত-সহ তাদের সমমনা দলগুলো এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রধান বিরোধী দল বিএনপি ছাড়াও নির্বাচন বর্জন করছে দলটির যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন শরিক দল এবং সিপিবি, বাম জোটসহ কয়েকটি বামপন্থী দল। আন্দোলনের অংশ হিসেবে হরতাল-অবরোধ, বিক্ষোভ-মিছিল, সমাবেশের মতো কর্মসূচি পালন করে আসছে দলগুলো। এরই ধারাবাহিকতায় ভোটের দিনেও দেশ জুড়ে হরতাল কর্মসূচি নিয়েছে বিএনপি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.