প্রথম পাতা খবর আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ হাসিনার, বড় বদল মন্ত্রিসভায়

আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ হাসিনার, বড় বদল মন্ত্রিসভায়

670 views
A+A-
Reset

ঢাকা: বৃহস্পতিবার (১১ জানুয়ারি, ২০২৪) বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিষয়ক সচিবালয়।

টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন শেখ হাসিনা। এ বারের নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনেছেন তিনি। জানা গিয়েছে, মন্ত্রিসভায় প্রথম বারের মতো যুক্ত হলেন ১৪ জন। আগে বিভিন্ন সময়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন এমন পাঁচজন এ বার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

নতুন মন্ত্রীদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন পাঁচ জন। এই তালিকায় রয়েছেন জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রাক্তন চিফ হুইপ মহম্মদ আব্দুস শাহিদ। অন্য দিকে, বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। এর মধ্যে ৭ জানুয়ারির ভোটের আগেই বাদ পড়েন দুজন টেকনোক্র্যাট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। তিনজন নির্বাচনে পরাজিত হয়েছেন। আর তিনজন এবার দলীয় মনোনয়নই পাননি। অবশ্য বাদ পড়া টেকনোক্র্যাট মন্ত্রীদের একজন নতুন মন্ত্রিসভায় ফিরেছেন।

আগে ছিলেন, নতুন মন্ত্রিসভায় নেই, এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.