প্রথম পাতা খবর শিরডি সাইবাবা মন্দিরে জমা পড়া কয়েন রাখার জায়গা নেই, রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ চায় ট্রাস্ট

শিরডি সাইবাবা মন্দিরে জমা পড়া কয়েন রাখার জায়গা নেই, রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ চায় ট্রাস্ট

271 views
A+A-
Reset

মুম্বই: শিরডি সাইবাবা মন্দির থেকে লক্ষাধিক মূল্যের কয়েন গ্রহণ করতে অস্বীকার করল মহারাষ্ট্রের চারটি ব্যাঙ্ক। ফলে পরিস্থিতি এমনই যে গুরুতর ‘স্থান সংকট’ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টকে।

উল্লেখযোগ্য ভাবে, প্রতি মাসে কয়েন আকারে ২৮ লক্ষ টাকার অনুদান জমা পড়ে এই মন্দিরে। এই কয়েনগুলি পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১৩টি শাখায় অ্যাকাউন্ট রয়েছে শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের। এর মধ্যে বেশিরভাগ শিরডিতে এবং একটি নাসিকে অবস্থিত। প্রতি মাসেই অনুদান বাবদ পাওয়া ওই কয়েন ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু বর্তমানে এমনই এক পরিস্থিতি দেখা দিয়েছে যে, কয়েন জমা করতে গিয়ে ফিরে আসতে হচ্ছে ট্রাস্টের কর্মীদের। ইতিমধ্যেই ট্রাস্টের প্রায় ১১ কোটি টাকা মূল্যে কয়েন জমা রয়েছে ব্যাঙ্কে। ফলে নতুন কয়েন রাখার মতো আর জায়গা নেই।

চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টকে সাফ জানিয়ে দিয়েছে, আর কয়েন জমা নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ট্রাস্টের সিইও রাহুল যাদব টাইমস অফ ইন্ডিয়ার কাছে বলেছেন, “চারটি ব্যাঙ্কের আধিকারিকরা বলেছেন যে তাঁরা প্রতিদিন যে কয়েন পান তা রাখার জায়গা নেই। এটা ট্রাস্টের জন্য একটি বড়ো সমস্যা।” এ ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-কে সরাসরি চিঠি দেওয়ার পরিকল্পনা করছে ট্রাস্ট। এই চারটি ব্যাঙ্ক ছাড়াও, অন্যরাও ট্রাস্টকে সমস্যাটি সমাধান করার জন্য অনুরোধ করেছে কারণ তারাও স্থান সংকটের মুখোমুখি হচ্ছে।

যাদব আরও বলেন, “আমরা অহমেদনগর জেলার পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের ব্যাঙ্কগুলির সঙ্গেও যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছু ব্যাঙ্কে ট্রাস্টের অ্যাকাউন্ট খুলব, যাতে সেখানেও কয়েন জমা করা যায়।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.