বাঁকুড়ার শালতোড়ায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার রাতে জয়দেব মণ্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। তাঁর বাড়ি শালতোড়া ঝনকা এলাকায়।
জানা যায়, জয়দেব বাইকে চেপে শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা দিয়েছিলেন। সেই সময় বাইকটি মার্কেট নিয়ন্ত্রণে হারিয়ে পড়ে যায়। এর পরই বিফোরণ ঘটে।
বিকট শব্দ এবং প্রবল বিস্ফোরণ ঘটে। জয়দেবের পায়ে গুরুতর আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে এই বিস্ফোরণ ঘটল? ওই ব্যক্তি বাইকে করে বিস্ফোরক বহন করছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একাংশের অনুমান, বাইকে ডিটনেটর জাতীয় বিস্ফোরক বহন করার সময় তা ফেটে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।