প্রথম পাতা খবর বারাসত ওভারব্রিজ সংস্কার, পাঁচ মাস ধরে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

বারাসত ওভারব্রিজ সংস্কার, পাঁচ মাস ধরে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

185 views
A+A-
Reset

বারাসত ওভারব্রিজ সংস্কারের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে। ফলে যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১টা থেকে সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৩টে পর্যন্ত ওই সেতুতে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যান চলাচল। এরপরও পাঁচ মাস ধরে প্রতি সপ্তাহে দু’দিন ওভারব্রিজ বন্ধ রাখা হবে।

বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গি এবং ডিএসপি (ট্র্যাফিক) নীহাররঞ্জন রায় জানিয়েছেন, ব্রিজ সংস্কারের পুরো সময়কালে চারচাকা গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। তবে দু’চাকা ও তিনচাকা গাড়ি নির্দিষ্ট সময়ের জন্য চলতে পারবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যান চলাচলে কিছুটা শিথিলতা আনা হবে, তবে তার নির্দিষ্ট পরিকল্পনা এখনো জানানো হয়নি।

বিকল্প ব্যবস্থা ও যান চলাচলের পরিকল্পনা

বারাসতের মধ্য দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যাওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে।

  • পণ্যবাহী গাড়ির জন্য: জাতীয় সড়ক ধরে আসা গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং আওয়ালসিদ্ধি-সন্তোষপুর রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • বাস পরিষেবার জন্য: ওভারব্রিজ সংলগ্ন তিতুমীর বাস টার্মিনাসকে অস্থায়ীভাবে এসপি অফিস ও বারাসত সত্যভারতীর কাছে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
  • ছোট চারচাকা গাড়ির জন্য: সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী গাড়িগুলিকে আরদেবক মোড় হয়ে যশোর রোডের দিকে চালিত করা হবে।
  • বিকল্প রাস্তা: সন্ধানী ক্লাব সংলগ্ন ১১ নম্বর রেলগেটের পাশের রাস্তা এবং পুরসভার সামনে দিয়ে গাড়ি চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

দমকলের চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও পিডব্লুডির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.