দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ায় ডিসেম্বরের শুরুর শীতের গতি কিছুটা মন্থর হল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের মধ্যে নিম্নচাপ অঞ্চল গঠিত হবে এবং আগামী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করতে পারে। এর জেরে রাজ্যে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছে, এবং আগামী কয়েকদিন সেই প্রবণতা বজায় থাকবে বলেই অনুমান।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের প্রায় ৩ কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব অংশে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা শীতের আমেজকে খানিকটা কমিয়ে দেবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে। এরপর তিনদিন তাপমাত্রার তেমন পরিবর্তন দেখা যাবে না।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিংসহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গ শুষ্ক, কোথাও কোথাও কুয়াশা
দক্ষিণবঙ্গে বৃষ্টির সুযোগ নেই। তবে ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় পাতলা কুয়াশা দেখা দিতে পারে।