কলকাতা: লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। আজ, বুধবার ভবিষ্যতের পথ চলার পরিকল্পনা ঠিক করতে হাইভোল্টেজ বৈঠকে বসছে বঙ্গ–বিজেপি। কিন্তু তার আগে রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক বিজেপি নেতা।
এ দিন হাইভোল্টেজ বৈঠকের আগে রাজ্য বিজেপি-তে বিরুদ্ধস্বর ক্রমশ জোরালো। রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন, রাহুল সিনহা, তথাগত রায়, সৌমিত্র খাঁ, অর্জুন সিংহের মতো নেতারা।
রাহুল সিনহা বলেন, “দল মানুষের কাছে পৌঁছতে পারেনি। কেন্দ্রীয় সরকারের ভাল কাজগুলি পৌঁছে দেওয়া যায়নি মানুষের কাছে। তৃণমূল কিন্তু নিজেদের ভাল কাজগুলি মানুষের দুয়ারে পৌঁছে দিতে পেরেছে। বিজেপি তৃণমূলের নেতিবাচক দিকগুলি মানুষের কাছে তুলে ধরতে পারেনি।”
তথাগত রায় বলেন, “ভুল প্রার্থী নির্বাচন। ঘুষ খেয়ে দলের বিরুদ্ধে কাজ করা…কার্তিক মহারাজ নিজে আমাকে বলেছেন, এখানে দল যখন বুঝতে পারে জিততে পারব না, টাকা পয়সা সব সরিয়ে নিয়েছে। সেই সঙ্গে দল কিছুটা হলেও কাঞ্চন কামিনী থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি।”
বৈঠকে যোগ দেওয়ার আগে দলের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যে সাংগঠনিক রদবদলের পক্ষে জোর সওয়াল করে বলেন, “কোনও ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না।” নির্বাচনী ভরাডুবির জন্য সংগঠনকে দায়ী করেছেন অর্জুন সিংহও। মাঠে নেমে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।