প্রথম পাতা খবর ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

23 views
A+A-
Reset

ছাব্বিশের বিধানসভা ভোট এখনও কয়েক মাস দূরে। কিন্তু তার আগেই ভোটের প্রস্তুতি ঝাঁপিয়ে শুরু করে দিল বঙ্গ বিজেপি। এবছরের শেষ লগ্ন থেকেই সংগঠন শক্তিশালী করা থেকে প্রচার—সব ক্ষেত্রেই নতুন গতি আনছে গেরুয়া শিবির। শুক্রবার রাজ্য বিজেপির বৈঠকের পরই জানা গিয়েছিল, ডিসেম্বর থেকে টানা বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দিল্লির শীর্ষ নেতৃত্ব। এবার মোদির সভার সম্ভাব্য দিনক্ষণও স্পষ্ট হতে শুরু করেছে।

সূত্রের খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহান্তে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ বা ১৪ ডিসেম্বর—শনিবার বা রবিবার—এই দুই তারিখের মধ্যেই তাঁর জনসভা আয়োজন করতে চায় বঙ্গ বিজেপি। সম্ভাব্য ভেন্যু হিসাবে উঠে এসেছে আরামবাগের নাম। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রীর দপ্তর চূড়ান্ত অনুমোদন দিলেই সভার তারিখ নির্ধারিত হবে।

১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। এর মধ্যেই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা নিয়ে প্রথমে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সপ্তাহান্তে সময় বের করে সফরসূচি তৈরি করতে প্রস্তুত কেন্দ্রীয় নেতৃত্ব বলে জানাচ্ছে সূত্র।

ডিসেম্বরের শেষ দিক থেকে বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৯ ডিসেম্বর সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই তাঁর কলকাতা সফরের সম্ভাবনা জোরালো। সেই সফরেই নতুন রাজ্য কমিটি ঘোষণা এবং বর্ধিত বৈঠক হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেখানে বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে রাজ্য নেতৃত্বকে দিকনির্দেশ দিতে পারেন শাহ।

আগামী বছর বিধানসভা ভোটকে সামনে রেখেও এখনও নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়নি। তবে দলীয় সূত্রে খবর, শমীক ভট্টাচার্যের নেতৃত্বে আগামী মাসেই নতুন কমিটি প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। শাহের উপস্থিতিতেই নতুন কমিটির সদস্যদের নিয়ে কলকাতায় হতে পারে বর্ধিত বৈঠক।

সব মিলিয়ে মোদি-শাহর টানা সফর ঘিরে এখন থেকেই উত্তাপ বাড়ছে বঙ্গ বিজেপির অন্দরে। রাজ্য নেতৃত্ব চাইছে, ডিসেম্বর থেকেই প্রচারযুদ্ধের মাটিতে নেমে পড়ুন কেন্দ্রীয় হেভিওয়েটরা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাই গোছাগাছার কাজ এখন তুঙ্গে গেরুয়া শিবিরে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.