189
কলকাতা: গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার এই ছয় কেন্দ্রের ফলাফল প্রকাশিত হচ্ছে। নির্বাচনের এই ফলাফল রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সকাল ৯টা নাগাদ প্রাথমিক প্রবণতায় ছয় আসনেই এগিয়ে তৃণমূল। নৈহাটি, তালড্যাংরা, হাড়োয়া, সিতাই, মাদারিহাট এবং মেদিনীপুরে এগিয়ে রয়েছে তৃণমূল।
কোথায় কত রাউন্ড গণনা:
- তালড্যাংরা: ১১ রাউন্ড
- নৈহাটি: ১০ রাউন্ড
- হাড়োয়া: ১৪ রাউন্ড
- মেদিনীপুর: ১৭ রাউন্ড
- মাদারিহাট: ৯ রাউন্ড
- সিতাই: ১২ রাউন্ড
এই ছয়টি আসন থেকে আগের বিধায়কেরা ২০২৪ লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়। ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটি আগে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং একটিতে (মাদারিহাট) বিজেপি জয়লাভ করেছিল।
গণনার শেষে কার ঝুলিতে কোন আসন যাবে, তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।