প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর সূচিতে পরিবর্তন, বদলে যাওয়া আবহাওয়াই কারণ!

মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর সূচিতে পরিবর্তন, বদলে যাওয়া আবহাওয়াই কারণ!

260 views
A+A-
Reset

কথা ছিল ২৯ ডিসেম্বর বুধবার গঙ্গাসাগর এর উদ্দেশ্য়ে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু শেষ মুহুর্তে সেই সূচিতে হয়েছে কিছু পরিবর্তন। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর এর উদ্দেশ্যে রওনা হবেন বুধবারের পরিবর্তে একদিন আগে মঙ্গলবার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূলত আবহাওয়ার পরিবর্তনের কারণেই মুখ্য়মন্ত্রীর সফর  সূচিতে এই পরিবর্তন ঘটানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার থেকে ফের রাজ্য় জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর আবাহাওয়ার এই পরিবর্তনের কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার গঙ্গাসাগরে অবতরনের ক্ষেত্রে অসুবিধে দেখা দিতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই পরিবর্তন আনা হয়েছে মুখ্যমন্ত্রীর গঙ্গাসগার সফরসূচিতে।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, বুধবারের পরিবর্তে মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগরের উদ্দেশ্য়ে রওনা দেবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা থেকে গঙ্গাসাগরে  পৌঁছতে আধঘন্টা মতন সময় লাগবে। সেখানে পৌঁছে এই দিনেই কপিল মুনির আশ্রমে পুজোও দেবেন মুখ্য়মন্ত্রী।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসবার পর থেকেই বিশেষ নজর দিয়েছেন গঙ্গাসাগর মেলার সামগ্রিক উন্নয়নের ব্য়াপারে। প্রথমেই তিনি বাংলার এই মহাতীর্থ স্থানটিকে করমুক্ত করার ব্য়াপারে উদ্য়োগী হয়েছিলেন। এর পরপরই গঙ্গাসাগর যাতায়াতের ক্ষেত্রে যাবতীয় প্রতিবন্ধকতা ধিরে ধিরে লাঘব করার চেষ্টা চালিয়ে যান তিনি। যে প্রচেষ্টা আজও অব্য়াহত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.