কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ (শনিবার) থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রারও আমূল বদল হতে পারে। একধাক্কায় কলকাতার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী কয়েকদিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশিই থাকবে তাপমাত্রা।
নি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। সোমবার বড়দিন তুলনামূলকভাবে অনেকটাই বেশি উষ্ণ হতে চলেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগামী দু’ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে বড়দিনের সকালে কিছুটা উষ্ণতার ছোঁয়া পাবেন শহরবাসী। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গে আগামী চার দিন শহরের তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
পশ্চিমের জেলাগুলিতেও রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। জানা গিয়েছে, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। কারণ উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়া বাধা পাবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। তার বদলে দক্ষিণবঙ্গে বিপরীত হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব বা সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বাড়বে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সবথেকে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে কোচবিহারে।