সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তৈরি বিশেষ একটি রিপোর্টে সবার শেষে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। বিষয়টি হল সুশাসন। আর এই সুশাসনের তালিকাতেই এমন নজির দেখা গেল। যে তালিকায় এক নম্বরে মোদির গুজরাত, সেখানেই তালিকায় একদম শেষে জায়গা পেয়েছে বাংলা।
বাংলার এই পারফরম্যান্স ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বেশ কিছু প্রশ্ন। বিশেষ করে খোদ কেন্দ্রেরই দেওয়া একাধিক বিভিন্ন প্রকল্পের প্রথম পুরস্কার যেখানে বাংলার দখলে।
সুশাসনের এই তালিকা তৈরির সময় প্রধানত দশটি বিষয়কে মাথায় রাখা হয়েছিল। শিক্ষা, জন স্বাস্থ্য, শিল্প ও বানিজ্য, কৃষি, আর্থিক উন্নতি, পরিবেশ, জন নিরাপত্তা, পরিকাঠামো, আইন ব্যবস্থা এবং জনমুখী শাসন। মূলত এই দশটি বিষয়ের উপর ভিত্তি করেই প্রস্তুত করা হয় এই তালিকা।
সুশাসন দিবস উপলক্ষ্যে দেশের সব কয়টি রাজ্যকে নিয়ে তৈরি এই তালিকা প্রকাশ করেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যদিও এই রিপোর্টকে একেবারেই পাত্তা দিচ্ছেনা বাংলার শাসকদল। এই রিপোর্ট নিয়ে তৃণমূল রাজ্য সভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্য, ” এটা পুরোপুরি কেন্দ্র সরকারের মনগড়া রিপোর্ট। সামনেই রয়েছে নির্বাচন। আর তাই বিজেপি শাসিত রাজ্য গুলির ফল ভালো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মনে রাখা দরকার শিক্ষাক্ষেত্রে কিন্তু দেশের সব রাজ্যের মধ্যে বাংলাই রয়েছে ১নম্বরে।”