কলকাতা: রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে বরাবরই বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশেষ করে আলু এবং পেঁয়াজের দাম কমাতে বৃহস্পতিবার নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আলুর ভিন রাজ্যে রফতানি নিয়ে কড়া প্রশ্ন তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার আলু যদি বাইরে চলে যায়, তবে তা আমার নিজের রাজ্যের মানুষের চাহিদা মিটিয়েই যেতে হবে। কিন্তু বাংলার বাজারে দাম বাড়িয়ে আলু অন্যত্র রফতানি হওয়া মেনে নেওয়া যায় না।” বৈঠকের সময় তিনি মন্ত্রী বেচারাম মান্নাকে আলু রফতানির বিষয়ে নজরদারি করার দায়িত্ব দেন।
মুখ্যমন্ত্রী সীমান্ত পেরিয়ে আলুর রফতানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, “বর্ডার দিয়ে কত স্টক যাচ্ছে তা আমাকে জানানো হয়নি। কেন এটা হল না? কেন আমাকে জানানো হয়নি?” পাশাপাশি বেআইনি মাইনিং এবং চোরাচালান বন্ধ করার নির্দেশও দেন তিনি।
মমতা আরও বলেন, “যারা সরকারের ভালো চায় না, তাদের জন্যই এই সমস্যা হচ্ছে। বেআইনি মাইনিং, কয়লা ও বালির চুরি বন্ধ করতে টেন্ডার করার নির্দেশ দিচ্ছি।”