প্রথম পাতা খবর ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে হাই কোর্টে রাজ্য, কেন্দ্রকে আক্রমণ পঞ্চায়েতমন্ত্রীর

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে হাই কোর্টে রাজ্য, কেন্দ্রকে আক্রমণ পঞ্চায়েতমন্ত্রীর

12 views
A+A-
Reset

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় রাজ্যের পক্ষে যেতেই বকেয়া টাকার দাবিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার রাজ্য সরকার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে আবেদন জানিয়ে মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছে। আদালত আগামী ৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছে।

এর আগে সোমবার সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায় বহাল রেখে জানিয়েছিল, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ পুনরায় শুরু করতে হবে কেন্দ্রকে এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আর্জি খারিজ করে দেয়।

প্রসঙ্গত, রাজ্যে গত তিন বছর ধরে ১০০ দিনের কাজ কার্যত বন্ধ রয়েছে। এই সময়ের মধ্যে তৃণমূল সরকার বহুবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। কেন্দ্রের অভিযোগ, প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই টাকা বন্ধ রাখা হয়েছে। কিন্তু রাজ্যের দাবি, এটি কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার ফল।

২০২১ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পে মজুরি বন্ধ রয়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি ইতিমধ্যেই হাই কোর্টে মামলা করেছে বকেয়া মজুরি মেটানো ও বন্ধ টাকার উপর ০.০৫ শতাংশ সুদ দেওয়ার দাবিতে। সেই মামলাও বর্তমানে বিচারাধীন।

অন্যদিকে, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রকে একহাত নেন। তিনি বলেন “বাংলার মানুষকে বঞ্চিত করতেই কেন্দ্রীয় বিজেপি সরকার ১০০ দিনের কাজের বরাদ্দ আটকে রেখেছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে এই প্রকল্পে কত টাকা নয়ছয় হয়েছে, তার তথ্য আমাদের কাছে আছে। কিন্তু সেখানকার কোনও রাজ্যে তো কেন্দ্রীয় তদন্ত দল যায়নি!”

তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার কারণেই বাংলার শ্রমজীবী মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে। রাজ্য সরকারের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনও অজুহাত দেখিয়ে কেন্দ্র বকেয়া টাকা আটকে রাখতে পারে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.