কলকাতা: সোমবার সকাল ৭টায় শুরু হয় রাজ্যের পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন। বেশির ভাগ জায়গায় সকাল থেকে বুথের সামনে লম্বা লাইন ছিল চোখে পড়ার মতোই। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪.৪২ শতাংশ।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই বিভিন্ন জেলায় হল পুনর্নির্বাচন। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ। রাজ্যের ২২টি জেলার ১৯টিতেই হল পুনর্নির্বাচন। মোট বুথের সংখ্যা ৬৯৬। রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন মুর্শিদাবাদে।
যে বুথগুলিতে পুনর্নির্বাচন হল, সেখানে শনিবারের ভোটে হিংসার ঘটনা ঘটেছিল। অনেক জায়গাতেই বুথ থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এ দিনের পুনর্নির্বাচনে কোনো জেলা থেকে বড়োসড়ো অশান্তির অভিযোগ ওঠেনি।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। ময়নায় বোমাবাজির অভিযোগ উঠেছে। গঙ্গারামপুরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও প্রায় সমস্ত জায়গাতেই নির্বিঘ্নেই হয়েছে ভোটগ্রহণ।