151
আবার নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তবে তার সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও টানা ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সোমবার থেকে হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি চলবে।