প্রথম পাতা খবর ওড়িশা উপকূলে ঢুকে শক্তি হারাচ্ছে নিম্নচাপ, উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে?

ওড়িশা উপকূলে ঢুকে শক্তি হারাচ্ছে নিম্নচাপ, উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে?

52 views
A+A-
Reset

শারদোৎসবের আবহ কাটতে না কাটতেই আবহাওয়ার খবরে নতুন সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বৃহস্পতিবার বিকেলেই ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। যদিও স্থলভাগে ওঠার পর থেকেই তার শক্তি কিছুটা কমেছে, তবু এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টির (৭–১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। বীরভূমে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। শনিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।

ওড়িশা ও সমুদ্র উপকূলের পরিস্থিতি

বৃহস্পতিবার বিকেলে গোপালপুরের কাছে ওড়িশার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সময় নিম্নচাপের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৭ কিমি। ওই সময়ে ওড়িশার উপকূলে ঘণ্টায় ৫৫–৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইেছে, কোথাও কোথাও গতি পৌঁছে গিয়েছিল ৭৫ কিমি পর্যন্ত। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর এখনও উত্তাল। সমুদ্রের উপর ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে মৎস্যজীবীদের আরও অন্তত ২৪ ঘণ্টা সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে অতি ভারী বর্ষণের (৭–২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পুজো মিটলেও রাজ্যে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.