প্রথম পাতা খবর ওড়িশায় আটক বাংলার পরিযায়ী শ্রমিক! একাধিক প্রশ্নের জবাব চায় হাই কোর্ট

ওড়িশায় আটক বাংলার পরিযায়ী শ্রমিক! একাধিক প্রশ্নের জবাব চায় হাই কোর্ট

201 views
A+A-
Reset

ওড়িশায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক রাখার অভিযোগে পদক্ষেপ চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে, ওড়িশার মুখ্যসচিবের কাছে হাই কোর্টের একাধিক প্রশ্ন পাঠাতে হবে।

আদালতের প্রশ্ন, কেন বাংলার শ্রমিকদের আটক করা হয়েছে, কী আইনের ভিত্তিতে তাঁদের আটক রাখা হয়েছে, কোনও এফআইআর হয়েছে কি, আটক করার পরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন।

এই প্রশ্নগুলোর লিখিত উত্তর চেয়ে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি পাঠাতে হবে বলে নির্দেশ দেন বিচারপতিরা। সেই উত্তর পাওয়ার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

অভিযোগ, ওড়িশার বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের শ্রমিকদের—যাঁদের মধ্যে কেউ মালদহ, কেউ মুর্শিদাবাদ, কেউ বা বীরভূমের—তাঁদের আটকে রাখা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় বিষয়টি সামনে আসে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এ নিয়ে ইতিমধ্যেই ওড়িশার মুখ্যসচিবকে চিঠি লিখেছিলেন। এরই মধ্যে কয়েক জন শ্রমিক ফিরে এলেও বাকি অনেকের অবস্থান এখনও অজানা।

এই আবহেই দিল্লিতে বীরভূমের পাইকরের ছ’জন শ্রমিক আটক হওয়ার খবর মেলে। তাঁদের পরিবারের আইনজীবীদের দাবি, কাজের সূত্রে দিল্লি গিয়েছিলেন তাঁরা, কিন্তু এখন আর কোনও যোগাযোগ রাখা যাচ্ছে না। কোথায় রয়েছেন, তাও জানা নেই।

এই নিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.