প্রথম পাতা খবর দেশ জুড়ে বন্‌ধ, রাস্তায় শ্রমিক সংগঠনগুলির সক্রিয়তা

দেশ জুড়ে বন্‌ধ, রাস্তায় শ্রমিক সংগঠনগুলির সক্রিয়তা

130 views
A+A-
Reset

নতুন শ্রম কোড বাতিল, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ন্যূনতম ২৬,০০০ টাকার মাসিক বেতন সহ একাধিক দাবিতে আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। সকাল ৬টা থেকেই বিভিন্ন জেলায় পথ অবরোধ, পিকেটিং শুরু হয়েছে। রাস্তায় দেখা গেছে বামপন্থী শ্রমিক সংগঠনের সক্রিয়তা।

শহরের বাস স্ট্যান্ড ও রাজ্য সড়কে বেশ কয়েকটি জায়গায় বাধা দিয়ে পিকেটিং করেন আন্দোলনকারীরা। যার জেরে আটকে পড়ে বহু দূরপাল্লার বাস। যদিও পুলিশের তৎপরতায় কিছু সময়ের মধ্যে যান চলাচল আংশিক স্বাভাবিক হয়। র‍্যাফ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বেসরকারি পরিবহণ প্রায় সম্পূর্ণ বন্ধ। হলুদ ট্যাক্সি, বাইক ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবাও আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়ন অনুমোদিত সংগঠনগুলি। তবে পাইকারি বাজার বা দোকানপাটে এখনও পর্যন্ত বড় প্রভাব পড়েনি।

পাল্টা প্রস্তুতি হিসেবে রাজ্য পরিবহণ দফতর সরকারি বাস পরিষেবাকে চালু রাখতে ছুটি বাতিল করেছে কর্মীদের। সব সরকারি পরিবহণ সংস্থা পূর্ণ ক্ষমতায় রাস্তায় বাস নামানোর নির্দেশ পেয়েছে। আঞ্চলিক অফিসারদের নজরদারি বাড়াতে বলা হয়েছে বেসরকারি বাস পরিষেবা সচল রাখার জন্য।

এদিকে, ধর্মঘটে জোর-জবরদস্তির চেষ্টা হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ-প্রশাসন। কেন্দ্রীয় সরকারও ধর্মঘট এড়াতে শেষ মুহূর্তে আলোচনার চেষ্টা চালাচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.