১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ক্ষতিপূরণের জন্য কেন্দ্রের আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, কেন্দ্রের আবেদনের মধ্যে আইনি নীতির কোনো ভিত্তি নেই।
মার্কিন সংস্থা ইউনিয়ন কার্বাইড (বর্তমানে ডাও কেমিক্যালের মালিকানাধীন) অত্যন্ত বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাসের প্ল্যান্টের দুর্ঘটনায় ৩ তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। পঙ্গু হয়ে যায় কয়েক হাজার মানুষ। সেই দুর্ঘটনায় কেন্দ্র নিজের কিউরেটিভ পিটিশনে অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করে। ইউনিয়ন কার্বাইড এবং অন্যান্য সংস্থাগুলির কাছে ৪৭০ মিলিয়ন মার্কিন ডলারের (১৯৮৯ সালে নিষ্পত্তির সময় ৭১৫ কোটি টাকা) পরিবর্তে ৭,৪০০ কোটি টাকা অতিরিক্ত অর্থের জন্য নির্দেশ চেয়ে আবেদন জানায় সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কউলের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জানায়, “দুই দশক পরে এই ইস্যুটি উত্থাপন করার জন্য পর্যাপ্ত কোনো যুক্তি উপস্থাপন করতে পারেনি কেন্দ্রীয় সরকার। অতিরিক্ত ক্ষতিপূরণে জন্য কেন্দ্রের আবেদনের মধ্যে আইনি নীতির কোনো ভিত্তি নেই”।